প্রচ্ছদ > বিনোদন >

এক ছেলে চাচীর গয়না চুরি করে এনেছিল আমার জন্য : ডিজে সনিকা

article-img

ডিজে সনিকা শোবিজ অঙ্গনের বেশ জনপ্রিয় এক নাম। দেশের সফলতম নারী ডিজে তিনি। মিউজিকের বাইরে ব্যতিক্রম ফ্যাশনের সুবাদেও আলোচনায় থাকেন। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না বলা কথা জানিয়েছেন তিনি।

 

দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ‘বিশ্বাসে মিলায় বন্ধু’-তে হাজির হন ডিজে সনিকা। সেখানে কথোপকথনের একপর্যায়ে ওঠে আসে প্রেমজীবন ও ভালোলাগা নিয়ে নানা প্রশ্ন। ডিজে সনিকা জানান, একজন তার জন্য নিজের চাচীর গয়না পর্যন্ত চুরি করে নিয়ে এসেছিলেন!

 

সনিকা বলেন, ‘ক্লাস ফাইভ পর্যন্ত আমি কম্বাইন্ড স্কুলে ছিলাম। তখন এমনিতে তো এলাকায় বিকাল বেলা খেলতে বের হতাম তখন এলাকার ছেলেরা যারা আছে, একদম সিনিয়র থেকে জুনিয়র সবাই আমার পেছনেই।

এমনকি ক্লাস ওয়ান, টুর ছেলেরাও আমাকে পেন্সিল দিয়ে ইংলিশ খাতার মধ্যে আমি তোমাকে ভালোবাসি লিখে পাঠাত। আরেক ছেলে কি করসে, ওর চাচীর গয়না চুরি করে নিয়ে এসেছ আমার জন্য।’